সারা দেশের মত কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলাতে ও শুরু হয়েছে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ। উক্ত মেলা ০৭/০৯/১৫-০৮/০৯/১৫ইং পর্যন্ত।উক্ত মেলাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন মাননীয় জেলা প্রশাসক মহুদয় জনাব,জি এস এম জাফার উল্লাহ। তিনি মেলা উদ্ভোধন করেন। বিশেষ অতিথি হিসাবে আছেন নিকলী উপজেলা চেয়ারম্যান জনাব,কারার সাইফুল ইসলাম। উক্ত মেলার আয়োজক মাননীয় উপজেলা নির্বাহী অফিসার এস এস মাহবুব আলম। উক্ত মেলাই নিকলী উপজেলার ৭ টি ডিজিটাল সেন্টার সহ সরকারী ও বেসরকারী প্রায় ৩০-৩৫ টি স্টল ছিল।
উক্ত মেলায় সাধারন মানুষ সহ সকল প্রকার মানুষ মেলাতে ঘুরতে আসছে।তারা সবাই জানে যে আমাদের বাংলাদেশ তথ্য প্রযোক্তিতে কতটা এগিয়ে গেছে।তাই সাধারন মানুয়ের কথা প্রতি বছর যেন এ ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের আয়োজন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস